টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু


টাঙ্গাইল প্রতিবেদক প্রকাশের সময় : ১৫/০২/২০২৪, ১১:০৩ PM
টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সকালে প্রথম দিন শান্তিপূর্ণভাবে ৮৩টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। জেলায় ৮৩টি কেন্দ্রে ৫৭ টি ভেন্যুতে পরীক্ষা চলছে।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৯০৭ জন।