নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ প্রদেশের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২০ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেডিয়াম রোড এলাকায় এ বৃক্ষ রোপন অভিযান পরিচালিত হয়। করোনা সংক্রম প্রতিরোধে স্বল্প সংখ্যক শিশু ও উপ সংসদ সদস্যদের উপস্থিতিতে সিমিত পরিসরে বৃক্ষ রোপন অভিযানটি পালিত হয়েছে।
অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিপি সিরাজগঞ্জের অবিভাবক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য এপেক্স ক্লাব অব সিরাজঞ্জের সাধারন সম্পদক জনাব ফুলাদ হায়দার খান। দূর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি খন্দকার রফি আহমেদ, বিএনসিপি সিরাজগঞ্জের উপদেষ্টা টি এম জিন্না।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ প্রদেশের উপ সহ মুখ্যমন্ত্রী আব্দুর রহিম খোকন, শিশু সংসদের সরাষ্ট্রমন্ত্রী মো. রিফাত খান, সমবায় স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক মন্ত্রী (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানপ্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ আমাদের পরম বন্ধু। একটি ফলদ গাছ সন্তানের ন্যায় বৃদ্ধ বয়সে বাবা-মাকে আর্থিক সহায়তায় সাহায্য করে। শিশুদের মাঝে বৃক্ষরোপনের অভ্যাস গড়ে তুলতে পারলে আমাদের এই আয়োজন সার্থক হবে।
উপ মুখ্যমন্ত্রী আব্দুর রহিম খোকন ও উপস্থিত সংসদ নেতারা বলেন, আমরা মানবতার কল্যাণে, শিশু বান্ধব দেশ গড়ার উদ্দেশ্যে,স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ বৃক্ষ রোপন অভিযান ২০২০ পালন করেছে।
অভিযানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি, কাষ্ঠল ও শোভাবর্ধক বৃক্ষ রোপন করা হয়। এবং আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও এসব গাছের চারা বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :