শিশু বার্তা প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির শান্তা নামে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশ।
নিহত শান্তা সিএনজি চালক সাদেক আলীর মেয়ে।
শান্তার চাচাতো ভাই রফিক মিয়া জানান, বুধবার দুপুরের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যার দিকে বাড়ির অদূরে কচুখেতে তার মরদেহ উদ্ধার করা হয়।
শান্তার বাবা সাদেক আলী তার মেয়ে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। আজ তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।এখনো মামলা হয়নি। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
আপনার মতামত লিখুন :