আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার শিশুরা ৷
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি জান্নাতুল শিফার সভাপতিত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে সংগঠনটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. তাহসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, উপদেষ্টা মন্ডলীয় সদস্য নাজমুল হাসান ও জেলা ভলান্টিয়ার আনন্দি খাতুন সহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ।
এসময় ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স সিরাজগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি জান্নাতুল শিফা ও সাধারণ সম্পাদক তাহসান আহমেদ বলেন, ’বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। এই দিনটি আমাদের ময়ের ভাষার স্বাধীনতা দিয়েছে। তাই আমরা আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম।’
আপনার মতামত লিখুন :