রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় হাসপাতালের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার(২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে
বিএসিসি উইমেনস অ্যান্ড চিলড্রেন হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে শিশু ৬ বছর বয়সী রোজা মনির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রোজা মনির মা হাসিনা বেগম জানান,
অষ্টম তলা থেকে তাঁর মেয়ে রোজা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। শুরুতে ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে রাতে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রোজা মনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি ওই হাসপাতালে আয়ার কাজ করেন।
মা হাসিনা বেগমের সঙ্গে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় থাকত শিশু রোজা মনি।
নিহত শিশু রোজা মনির মা হাসিনা বেগম আরো বলেন , তিনি হাসপাতালের কাজে ব্যস্ত থাকায় মেয়ের খেয়াল রাখতে পারেননি। কখন রোজা মনি ছাদে চলে গেছে তিনি টেরই পাননি। পরে শুনেছেন অষ্টম তলার ছাদের রেলিং থেকে নিচে উকি দেওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় তার সন্তান।
তিনি হাসপাতালের কাজে ব্যস্ত থাকায় মেয়ের খেয়াল রাখতে পারেননি। কখন রোজা মনি ছাদে চলে গেছে তিনি টেরই পাননি। পরে শুনেছেন অষ্টম তলার ছাদের রেলিং থেকে নিচে উকি দেওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় তার সন্তান। তবে ঘটনাটি তিনি দেখেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :