২২ দিন পর উদ্ধার হলো অপহৃত শিশু ছোয়াদ


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০১/০৪/২০২৪, ৬:১৪ AM
২২ দিন পর উদ্ধার হলো অপহৃত শিশু ছোয়াদ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকা থেকে অপহৃত শিশুকে ২২ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৩০ মার্চ) রাতে কুমিল্লার লালমাই এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া সোয়াদ বিন আব্দুল্লাহ স্থানীয় আবু হুরায়রা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

এ সময় অপহরণে জড়িত পাঁচজনকে মুক্তিপণের চার লাখ টাকাসহ গ্রেফতার করা হয়।

রোববার(৩১ মার্চ) দুপুরে টেকনাফ থানার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশের উখিয়া টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।

তিনি বলেন, ৯ মার্চ টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় মাদরাসা থেকে বাসায় যাওয়ার পথে শিশু সোয়াদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ বিষয়ে শিশুটির মা নুর জাহান বেগম টেকনাফ থানায় অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং এই অপহরণে জড়িত সন্দেহে টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে ১২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে শিশু সোয়াদকে অপহরণ করে প্রথমে মহেশখালীর গভীর পাহাড়ে নিয়ে যায়। সেখান থেকে অপহরণকারীরা শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুর পরিবার কয়েক কিস্তিতে ৮ লাখ টাকা মুক্তিপণ দেয়। কিন্তু শিশুকে ফেরত না দিয়ে অপহরনকারীরা তাকে কুমিল্লার লালমাই এলাকায় নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ থানার পুলিশের একটি টিম শনিবার রাতে কুমিল্লার লালমাই এলাকা থেকে শিশু সোয়াদকে উদ্ধার করতে সম হয়। তিনি জানান, শিশু অপহরণের মাস্টারমাইন্ড আনোয়ার সাদেকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। অপহরণ চক্রে পুরনো এবং সাম্প্রতিকালে আসা রোহিঙ্গা সন্ত্রাসী চক্র জড়িত আছে।