সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল এনসিটিএফ মাদারীপুর


Sub Editor প্রকাশের সময় : ০৪/০৪/২০২৪, ৩:২৮ PM
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল এনসিটিএফ মাদারীপুর

শিশুর জন্য বিনিয়োগ করি,সমৃদ্ধ বিশ্ব গড়ি প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৪ এপ্রিল)বেলা ১১ টার দিকে মাদারীপুর এনসিটিএফ জেলা কমিটির উদ্যােগে ও ইউথ মেন্টর গ্রুপ অফ বাংলাদেশ এর সহযোগিতায় মাদারীপুর লেক পার্ক শিশু কানন চত্ত্বরে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

বস্র বিতরণ কর্মসুচিতে এনসিএফ মাদারীপুরের সভাপতি সাইফুল্লাহ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা খালেদা ইসলাম, এডভোকেট মায়া ভৌমিক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি।

এসময় এনসিটিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন,ইয়ুথ মেন্টর মো: খায়রুল ইসলাম দ্বীন, শিশু সাংবাদিক (মেয়ে) নাফিসা ইসলাম নুসরত, আফরিন হোসেন, অঙ্কিতা বিশ্বাস,বাধন হোসেন, সাইমুন্নাহার হাফসা, তাসমিম রিচি, অরিন, তানহা, লামিয়া রিফা, তাবাসসুম, প্রান্তি প্রমুখ সদস্য উপস্থিত ছিলেন।