বিস্ফোরণে সিরিয়াতে সাত শিশু নিহত


শিশু বার্তা ডেস্ক প্রকাশের সময় : ০৭/০৪/২০২৪, ১১:১৭ AM
বিস্ফোরণে সিরিয়াতে সাত শিশু নিহত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত সাত শিশু নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার(৬ এপ্রিল) এই বিস্ফোরণে আরও এক শিশু আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, দারা প্রদেশের সানামাইন শহরে সন্ত্রাসীদের পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে সাত শিশু নিহত ও আরও দু’জন আহত হয়েছে। আহতদের একজন নারী।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিস্ফোরণে বিভিন্ন বয়সের আট শিশু নিহত এবং অন্য একজন আহত হয়েছে।

সংস্থাটি বলেছে, ওই এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ্য করে মিলিশিয়ারা বিস্ফোরক ডিভাইসটি পুঁতে রেখেছিল বলে অভিযোগ আনা হয়েছে।

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী যে অভ্যুত্থান দেশটিতে শুরু হয়, তার কেন্দ্রস্থল ছিল দারা। তবে ২০১৮ সালে ওই এলাকায় রাশিয়ার সমর্থনে স্বাক্ষরিত এক অস্ত্রবিরতি চুক্তির আওতায় পুনরায় বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

তখন থেকেই এই প্রদেশে হত্যা, সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি মানুষের জীবনযাত্রায়ও ভয়াবহ সংকট নেমে এসেছে।

সিরিয়ায় শুরু হওয়া সেই গৃহযুদ্ধে বিদেশি বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও সামরিক বাহিনী অংশ নেয়। কয়েক বছর ধরে চলা প্রাণঘাতী সেই সংঘাতে দেশটিতে পাঁচ লাখ ৭ হাজারের বেশি বেসামরিক নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। টানা সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বিভিন্ন অবকাঠামো ও শিল্প প্রতিষ্ঠান।