পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০৭/০৪/২০২৪, ১১:২৪ PM
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার(৬ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো সামিয়া খাতুন (৪) ও তার ভাই সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের স্কুলশিক্ষক শহিদুল ইসলামের সন্তান। শহিদুল ইসলাম যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। এ দুর্ঘটনার মধ্য দিয়ে তাঁর আর কোনো সন্তান জীবিত রইল না।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, আজ বেলা দুইটার দিকে শিশু সামিয়া ও সাহাবিদ বাড়িতে খেলছিল। এ সময় তাদের মা–বাবা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাঁরা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন। হঠাৎ একটি হাতের স্পর্শ লাগে বাবা শহিদুলের ইসলামের গায়ে। পরে হাত ধরে টান দিতেই উঠে আসে মেয়ে সামিয়ার মরদেহ। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদের হাত। বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় দুই সন্তানকে উদ্ধার করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।