শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২য় শ্রেনীর স্কুল ছাত্রীকে (৮) ধর্ষন চেষ্টার অভিযোগের ঘটনায় তার বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন । অভিযুক্ত ব্যক্তি (প্রাইভেট শিক্ষক) সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের মৃত জফের আলীর ছেলে রমজান আলী(৫০)।
এই ঘটনায় পাবিারিক সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে স্কুল ছাত্রী প্রতিদিনের ন্যায় প্রাইভেট পরতে যায় প্রাইভেট শিক্ষক রমজান আলী বাড়িতে। প্রাইভেট পড়ানো মাঝে ওই স্কুল ছাত্রীকে অন্য রুম থেকে পান বানিয়ে আনার কথা বল্লে স্কুল ছাত্রী প্রাইভেট শিক্ষকের কথা মতে অন্য রুমে গিয়ে পানবানাচ্ছিল। এসময় স্কুল ছাত্রীর পিছনে পিছনে লম্পট প্রাইভেট শিক্ষক রুমে প্রবেশ করে ধর্ষনের উদ্দেশ্যে তাকে ঝাপটে ধরে বিচানায় শুয়ে ধর্ষনের চেষ্টা করে।
পরে স্কুল ছাত্রী চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে বাড়িতে গিয়ে স্কুল ছাত্রী কাঁদতে কাঁদতে তার মাকে সব ঘটনা বলে দেয়। পরে রবিবার সকালে স্কুল ছাত্রীর বাবা প্রাইভেট শিক্ষককে অভিযুক্ত করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো:তাজুল হুদা জানান, স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :