সিলেটে দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা


শিশু বার্তা প্রতিবেদক প্রকাশের সময় : ১২/০৫/২০২৪, ১১:৫৭ PM
সিলেটে দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা

সিলেটে দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ মে) সকালে জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।

প্রধান অতিথি সন্দ্বীপ কুমার সিংহ শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা এখানে নতুন শিশু সাংবাদিক হয়েছ তোমাদের লেখা থেকে আমরা নতুন আইডিয়া পেতে পারি। সব শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষায় থাকে না। তোমরা এই কর্মশালা থেকে যা শিখছো তা কাজে লাগালে তোমরা অনেক দূর এগিয়ে যাবে।”

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্যে হাসিনা বেগম বলেন, “আসলে মানুষের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো স্বপ্ন দেখা। তোমরা যে যত বড় স্বপ্ন দেখো বাস্তব করার জন্য লেগে থাকো, এই লেগে থাকাই তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।”

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র।

শিশু সাংবাদিক তাজুল ইসলাম ছামির সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়, এরপর অতিথিরা একে একে বক্তব্য দেন।শিশু সাংবাদিকতার এই কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।

গত বছরের ডিসেম্বরে একই বিষয়ে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।