বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাওন সরকার (৮) নামের তৃতীয় শ্রেণিতে পড়া এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।
শনিবার(১১ মে)রাতে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। এর আগে দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সে নিখোঁজ হয়। শাওন সরকার উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে।
এ খবর পেয়ে এদিন বিকেলেই রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার বেলা দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণির ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই।
পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে জোর অভিযান চালায়। এক পর্যায়ে রাত ১০টার পর শিশুটির মৃত দেহ উদ্ধার হয় বলে ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক জানান।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি সোমেন দাস জানান, শনিবার রাত ১০টার পর দাউদখালী নদী থেকেই শিশু শাওন সরকারের মৃত উদ্ধার হয়েছে।
আপনার মতামত লিখুন :