রাঙামাটিতে শিশু সাংবাদিকতার কর্মশালা


রাঙ্গামাটি সংবাদদাতা প্রকাশের সময় : ২৫/০৫/২০২৪, ৬:২২ PM
রাঙামাটিতে শিশু সাংবাদিকতার কর্মশালা

রাঙামাটিতে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

শুক্রবার(২৪ মে) সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সামাজিক নিরাপত্তা প্রকল্পের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এবং বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি ফজলে এহালী।

শিশু সাংবাদিকতার এই কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর সমন্বয়ক মো. মনির হোসাইন।

গত বছরের ডিসেম্বরে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০জন শিশুর মধ্য থেকে ১১ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।