সংসারের হাল ধরতে দিন মজুরি করছে শিশু তাপস


নাঈম হাসান নিরব প্রকাশের সময় : ০৭/০৬/২০২৪, ২:৩৪ PM
সংসারের হাল ধরতে দিন মজুরি করছে শিশু তাপস

দায়িত্বের কাছে বয়স নিতান্তই তুচ্ছ।বাবা থেকেও যেন নেই।তাইতো বাবার দায়িত্ব পালন করতে হচ্ছে নিজেকেই। যে বয়সে বাকি শিশুদের মতো লেখাপড়া করার কথা।সে বয়সেই সংসারের হাল ধরতে দিন মজুরি করতে হচ্ছে ১০ বছর বয়সী শিশু তাপসকে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নং ওয়ার্ডের মাসুমপুর গ্রামের বাইতুল ইজ্জৎ মসজিদের পাশে দিন মুজুর এর কাজ করতে দেখা যায় শিশু তাপসকে।

এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, শিশু যে কাজ করছে এই বয়স টা খেলাধুলা, লেখা পড়া ও পরিশ্রমের বয়স। কিন্তু এই বয়সে সে স্কুলে না গিয়ে দিন মুজুর এর কাজ করছে।

শিশু তাপসের সাথে কথা বলে জানা যায় যে, বাবা তাদের সংসার না দেখায় শিশুটি নিজেই দিন মজুরের কাজ বেছে নিয়েছে। শিশুটি সকাল ৮ থেকে বিকাল ৩ টা পযন্ত দিন মুজুর এর কাজটি করে। তার বাসা হাট পাঙ্গাসির আলমপুর গ্রামে বলেও জানায় শিশু তাপস।

নাঈম হাসান নিরব
সিরাজগঞ্জ সদর