সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ জুন) বিকেলে মধ্যে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুনার্মেন্টে জয় পেয়েছে ১২৪নং বিলজলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ টুনার্মেন্টে জয় পায় ৫২নং পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
এই দুটি টুনার্মেন্টে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় দল দুটি এখন উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
মো: আসাদুল্লাহ
চৌহালী, সিরাজগঞ্জ
আপনার মতামত লিখুন :