আকষ্মিক নৌকা ডুবিতে ০২ শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৫/০৮/২০২০, ৮:৪৭ PM
আকষ্মিক নৌকা ডুবিতে ০২ শিশুর মৃত্যু

শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকষ্মিক নৌকা ডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সুজাগ্রামের কুমা ব্রীজ সংলগ্ন বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স আনুমানিক ৭-১০ বছর বলে জানা গেছে। 

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, শাহজাদপুর থেকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা মোহনপুর ইউনিয়নের সুজাগ্রাম কবিরাজবাড়ী যাচ্ছিলো। বুধবার (০৫ আগষ্ট) আনুমানিক দুপুর আড়াইটার দিকে তাদের নৌকা সুজাগ্রাম কুমা ব্রীজের কাছে পৌছলে হঠাৎ ঝড়ো বাতাসে বড় ঢেউয়ের মাঝে তাদের নৌকা তলিয়ে যায় এবং ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

চেয়ারম্যান আরও বলেন, ডুবে যাওয়া নৌকাটিতে ১৫-১৬ জন যাত্রী ছিল। তারা শাহজাদপুর  থেকে সুজাগ্রাম আসছিলো। নৌকার সকলকে আশে পাশে থাকা অন্যান্য নৌকার লোকজন জীবিত উদ্ধার করতে পারলেও। নিহত দুই শিশু উদ্ধারের আগেই মৃত্যুবরণ করেছিল।