সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ৩১/০৭/২০২০, ১২:২৪ AM
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু


শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ভিমরুলের কামড়ে আফিয়া খাতুন (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ঘর থেকে বের হলে এক ঝাঁক ভিমরুল আফিয়ার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়।

নিহত আফিয়া সৈয়দপুর গ্রামের আয়নাল ব্যাপারীর মেয়ে বলে জানা গেছে। 

পরে আশংকাজনক অবস্থায় শিশু আফিয়াকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।