জগন্নাথপুরে বন্যার পানিতে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ২৭/০৬/২০২২, ১১:৪৭ PM
জগন্নাথপুরে বন্যার পানিতে শিশুর মৃত্যু

মো: রাকিব হাসান হৃদয়,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার  (২৭ মে) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হরিহরপুর এলাকায় শাহিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বসত বাড়ির সামনে বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।