টাংগাইলের সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু


Admin প্রকাশের সময় : ২৯/০৬/২০২০, ১:৩৯ AM
টাংগাইলের সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ

টাংগাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের দশম শ্রেণীর আর-১ সেকশনের শিক্ষার্থী হাসিবুল(১৬) ইসলাম সাপের কামড়ে নিহত হয়েছে নিহত হাসিবুল মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের মোঃ আবদুল কাদের এর ছেলে

হাসিবুল টাংগাইল সদর উপজেলার সৃষ্টি একাডেমিক স্কুলের কণা ভবনে আবাসিকের ছাত্র ছিলেন গত শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার সময় শিক্ষার্থী হাসিবুল তাদের গ্রামের বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় সাপে কামড় দিলে বুঝতে পারে না

পরে বাড়িতে আসার পর সাপে কামড় দেয়ার বিষয়টি বুঝতে পারলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে সাপের বিষ নিষ্ক্রিয় করার ভ্যাকসিন না পাওয়া গেলে তাকে সেখান থেকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়

নিহত হাসিবুল এর চাচা ইঞ্জিনিয়ার ইসতেয়াক বিষয়টি নিশ্চিত করে

নিহত হাসিবুলের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে