সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সারা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে আতংক , দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একই দিনে তিনটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। শুক্রবার বিকাল ৪.০০ টায় সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে এস.এস.সি পরীক্ষার্থী (১৬) এর বাল্য বিবাহ বন্ধ করা হয়।পরে বিকাল ৫.৩০ টায় শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাতী গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর বাল্য বিবাহ বন্ধ করা হয় ও রাত ৭.০০ টায় পৌরসভার সয়াধানগড়ায় দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
শুক্রবার বিকাল হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক থাকায় বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
পরে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :