সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ১৯/০৬/২০২০, ১:৪৪ PM
সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু


শিশুবার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাপের কামড়ে আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯জুন) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত (০৭) বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আরাফাতের বাবা আরিফুল ইসলাম বলেন, শেষরাতে ঘুমন্ত অবস্থায় আমার ছেলে আরাফাতকে সাপ কামড় দেয়। এসময় শিশুটি ঘুম ভেঙ্গে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝা (সাপুড়ে) কাছে নিয়ে গেলে তিনি সাপের কামড় দেয়ায় মারা গিয়েছে বলে জানান। এ সময় তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আমানুল্লাহ জানিয়েছেন, সাপে কাটা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগে তারা সাপুড়েকে দেখিয়ে হাসপাতালে নিয়ে আসতে দেরি করেন। তাতে হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।