শিশু শ্রম
সুমাইয়া জামান কথা, সিরাজগঞ্জ
আমি একটি ছোট্ট মানুষ
অসহায় এক এতিম ।
রোদে পুড়ে ঠেলা ঠেলে,
চলে যায় দিন ।
ইট বালি টেনে আমার
ঝরে মাথার ঘাম ।
ছোট্ট পেয়ে দেয় না কেউই
শ্রমের ন্যায্য দাম ।
শ্রম বিনা কাটবে নাকো
আমার জীবন ভাই ।
কষ্টে ভরা জীবন আমার
কপালে সুখ নাই।
আপনার মতামত লিখুন :