টাংগাইলে শিশু বধূর মৃতদেহ উদ্ধার


Admin প্রকাশের সময় : ০৪/০৬/২০২০, ১২:০৫ AM
টাংগাইলে শিশু বধূর মৃতদেহ উদ্ধার

শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ

টাংগাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন থেকে গতকাল (০২ জুন) আনুমানিক বিকাল পৌনে ০৪টার সময় স্বামীর বাড়ী থেকে ১৫ বছর বয়সী জান্নাত নামের শিশু গৃহবধুর লাশ উদ্ধার করেছে টাংগাইল থানা পুলিশ

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর আগে টাংগাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে সুমন (২০) এর সাথে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের কালু খানের মেয়ে জান্নাত (১৫) এর সাথে বিয়ে হয়

জান্নাতের বড় ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই জান্নাতের স্বামী সুমন তাকে অমানবিক নির্যাতন করত তারই প্রেক্ষিতে গত (০১ জুন) সোমবার দিবাগত রাত্রি অনুমানিক পৌনে ১২ টার সময় জান্নাতের উপর সুমন ও তার পরিবারের লোকরা মিলে টাকা চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালা৥এবংনির্যাতনে জান্নাতের মৃত্যু হয় বলে তিনি দাবি করেন৤ 

জান্নতের পরিবারের দাবি, বিভিন্ন সময় যৌতুকের দাবিতেও জান্নতের শ্বাশুড়ী রাজিয়া বেগম অন্যায়ভাবে ছেলের অনুপস্থিতে জান্নতের ওপর নানাভাবে নির্যাতন করে আসছিল

এছাড়াও জানা যায়, গত ২৮রমজানে দাদী শ্বাশুড়ীর সাড়ে ০৪ হাজার টাকা ঘর থেকে হারিয়ে যায় টাকা কোনোভাবেই না পেয়ে দাদী শ্বাশুড়ীসহ পরিবারের সকলেই পুত্রবধু জান্নাতের (১৫) উপর দায় চাপায় পরবর্তীতে ঈদের তিন-চার দিন পর ঐ ঘর হতে ঔষুধের বক্সের ভিতর থেকে টাকাগুলো পাওয়া যায় বলে জানায় জান্নাতের স্বামী সুমন

টাকাগুলো পাওয়ার পরও শান্ত হয়নি শ্বাশুড়ী৤ এরপরও পুত্রবধুকে দোষারোপ করে আসছিল নিহত জান্নাতের স্বামী সুমনের দাবি, চুরির দায়ভার সহ্য করতে না পেরে জান্নাত আত্নহত্যা করেছে৤

এ বিষয়ে ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান আব্দুল বারেক বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ঐ ওয়ার্ড মেম্বারকে পাঠিয়েছি, আইনী প্রক্রিয়ায় মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান তিনি এদিকে গোপন সূত্রে জানা গেছে, ঘটনাকে প্রাথমিক পর্যায়ে ধামাচাপা দেওয়ার জন্য কারসাজি চলছিল এক পর্যায়ে মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে তা আর সম্ভব হয়নি৤

স্থানীয় মেম্বার জানান, এক পর্যায়ে মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে থানা পুলিশকে অবগত করা হয় এবং এস.আই মনির জান্নাতের মৃতদেহের প্রাথমিক তদন্ত করেন ৤এবং জান্নাতের মৃতদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় বলে

আজ(০৩ জুন) বিকেল ৫ ঘটিকার সময় জান্নাতকে তার স্বামীর বাড়ী সদর উপজেলার ঘারিন্দা তে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় জান্নাতের মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী