শিশু বার্তা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাহিম হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাহিম দূর্গানগর ইউনিয়নের নতুন দাঁদপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৩১ মে) বিকেলে সোনতলা সেতুর দক্ষিণে খাঁন সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
জানা গেছে,মাহিম তার ২ বন্ধুকে নিয়ে রবিবার বিকেল ৫ টার সময় গোসল করতে পানিতে ডুবে নিখোজ হয়। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার ষ্টেশনের উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে পৌছে ছেলেটিকে উদ্ধার করতে পারেনি।
পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-সহকারী পরিচালক মুঞ্জিল হকের নেতৃত্বে রাতেই ঘটনাস্থলে রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে আসেন। ডুবুরি দলের সদস্যরা রাত সাড়ে ১১ টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ মাহিম হোসেনের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :