সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ের পুঠিয়া গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাফিয়া খাতুন (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার (৩১ মে) এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
নিহত মাফিয়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের ময়নাল হোসেনের মেয়ে ও ২০২০ সালে ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
মাফিয়ার বাবা ময়নাল হোসেন জানান, রবিবার সকালে রেজাল্ট পাওয়ার পর মাহিয়ার মন খুব খারাপ হয়। অকৃতকার্য হওয়ার বেদনা সইতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :