শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশুবার্তা প্রতিনিধি, টাংগাইলঃ
সুতো গোছানোর যন্ত্র আবিষ্কার করলেন রাহুল এবং জিসান যৌথ প্রচেষ্টায় সুতো গোছানোর যন্ত্র আবিষ্কার করল ১০ বছরের রাহুল এবং ১১ বছরের জিসান মিয়া।
টাংগাইল ভূয়াপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের বাগবাড়ী গ্রামের হিফয পড়ুয়া রাহুল(১০) এবং টাংগাইল কালীহাতি থানার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামের ডুবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জিসান মিয়া(১১) তাদের দু’জনের যৌথ প্রচেষ্টায় তারা সুতো গোছানোর যন্ত্র আবিষ্কার করেন।
জানা যায়, সিয়াম আকন্দ রাহুল জামিয়াতুল অাবরা অাল ইসলামিয়া মাদ্রাসায় হিফয বিভাগে অধ্যায়ন রত এবং জিসান মিয়া পঞ্চম শ্রেণীর ছাত্র। তারা ঘুরি উড়ানোর সুতোকে খুব অল্প সময়ের মধ্যে ভালোভাবে কিভাবে গোছাতে পারে সেই উদ্দেশ্য তাদের দুইজনের যৌথ প্রচেষ্টায় তারা যন্ত্রটি বানাতে সক্ষম হয়।
তাদের এই প্রতিভায় মুগ্ধ তাদের দুইজনের পরিবারের লোক এবং আত্মীয় স্বজনরা।
আপনার মতামত লিখুন :