সিরাজগঞ্জ অফিস :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে আকাশ নামের (৫) বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ণমাগাতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত আকাশ পশ্চিম কৃষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এবং গয়হাট্টা পশ্চিম কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য আসাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে আকাশের মৃত্যুর ঘটনা শুনেছি। আকাশের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মো. ফজলুল হক বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।’
আপনার মতামত লিখুন :