সিরাজগঞ্জে মায়ের হাতে প্রাণ গেল আট মাসের শিশুর


Admin প্রকাশের সময় : ২৯/০৪/২০২০, ২:০৬ PM
সিরাজগঞ্জে মায়ের হাতে প্রাণ গেল আট মাসের শিশুর

বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাড়ে ৮ মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে এই ঘটনার পর মা পালিয়ে যায়শিশুটির মা মুক্তা খাতুনকে বুধবার (29 এপ্রিল) সকালে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আড়াই বছর আগে জোতপাড়া গ্রামের মকদম ব্যাপারীর পুত্র আব্দুল্লাহ আল মামুনের সাথে পাশ্ববর্তী ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুক্তা খাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকে মামুন খুলনায় পাওয়ার প্লান্টে শ্রমিকের কাজ করতো গত মাসের ২৩ তারিখে সে গ্রামের বাড়িতে আসে সম্প্রতি নানা বিষয় নিয়ে মামুন ও মুক্তার মাঝে কলহ চলছিল মঙ্গলবার রাতে ধান কাটার কাজে মামুন রায়গঞ্জ গেলে মুক্তা তার সাড়ে ৮মাস বয়সী শিশু সন্তানের মুখে কচটেপ লাগিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায় পরে বাড়ির অন্যান্য সদস্যরা এসে লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে

ঘটনার পর বুধবার (29 এপ্রিল) সকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে মুক্তা খাতুনকে আটক করে পুলিশ তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি