সিরাজগঞ্জের ছোনগাছায় এক কিশোরী ধর্ষণের শিকার


Admin প্রকাশের সময় : ২৬/০৪/২০২০, ১:১৫ PM
সিরাজগঞ্জের ছোনগাছায় এক কিশোরী ধর্ষণের শিকার

বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদরের ছোনগাছা বাজারে একটি কম্পিটারের দোকানে মোবাইলে গানলোড দিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনার পর পুলিশ ওই দোকান মালিককে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বর্তমানে তার ৩জন স্ত্রী রয়েছে বলে জানা যায়


সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিটারের দোকানে মোবাইলে গানলোড দিতে যায় ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে
তিনি আরও জানান, এ কাজে সহযোগিতা করে আরও দু’জন এরপর বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা পরিবারকে জানালে স্বজনরা থানায় সংবাদ দেয় রাতেই আসামী আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয় শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনায় ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে