টাঙ্গাইলে ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্ঠায় অভিযুক্ত আসামীকে আটক করেছে র্যাব
Admin
প্রকাশের সময় : ১৯/০৪/২০২০, ১০:৩০ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশু বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্ঠার আসামী মো. বাবলু রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১২ টাঙ্গাইল।
র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত ১৮ এপ্রিল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর বয়রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ধর্ষণ চেষ্ঠার আসামী মো. বাবলু রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু উপজেলার আলমনগর বয়রাপাড়া এলাকার মৃত মকবুল হোসেন এর ছেলে। বাবলু’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত আরো বলেন, ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views:
88
আপনার মতামত লিখুন :