তৃতীয়লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করল জমজ কন্যাশিশু


Admin প্রকাশের সময় : ১৬/০৪/২০২০, ১:২৩ PM
তৃতীয়লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করল জমজ কন্যাশিশু


সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে দুই শিশু কন্যার জমানো টাকায় তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছেমঙ্গলবার বিকেলে উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওই দুই কন্যার বাবা ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ একই সাথে তাদের কিছু নগদ অর্থ ও একটি করে সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়
চেয়ারম্যান বাবুল শেখের জমজ শিশু কন্যা শেখ সুমাইয়া আফরিন ফুল ও শেখ ছাদিয়া আফরিন কলি (৮) জানায়, আত্মীয় স্বজনেরা বিভিন্ন সময় তাদের দু’জনকে টাকা দিলে সেই টাকা তারা দুইটি মাটির ব্যাংকে জমিয়ে রাখতো দেশের এ দুর্যোগের সময়ে ব্যাংক ভেঙে বাবাকে টাকা দিয়েছেন মানুষকে সহায়তা করার জন্য