৬ এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন; ২০বছরের নিচে আক্রান্ত শিশু সহ ৫
Admin
প্রকাশের সময় : ০৭/০৪/২০২০, ৭:২২ PM
নতুন করে ৬ এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন, যারা মারা গেছেন ৫ জন। যাদের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে, তাদের ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী।
আক্রান্তদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু আছে একজন। এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন এবং ৫ জনের বয়স ৬০ বছরের বেশি।
মঙ্গলবার (৭এপ্রিল) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Post Views:
80
আপনার মতামত লিখুন :