টিফিনের জমানো টাকায় অসহায় মানুষের পাশে শিশু সাজিদ


Admin প্রকাশের সময় : ০৬/০৪/২০২০, ১১:৩০ PM
টিফিনের জমানো টাকায় অসহায় মানুষের পাশে শিশু সাজিদ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় করোনাভাইরাস মোকাবেলায় টিফিনের জমানো টাকা দিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নাজমুস সাহদাত সাজিদ নামে এক শিশু শিক্ষার্থী।সে শহরের পুরাতন সাতক্ষীরার  মো. সহিদুর জামানের ছেলে এবং সাতক্ষীরা পাবলিক স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ান’র শিক্ষার্থী।  
সোমবার(০৬ এপ্রিল) দুপুরে সাজিদের টিফিনের জমানো টাকা দিয়ে ১১টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ৫শ গ্রাম লবণ, ৫শ গ্রাম তেল ও ১ কেজি আলু প্রদান করা হয়।
সাজিদের বাবা জানান,সাজিদ তার টিফিনের টাকার একটি অংশ জমা করত। এরই মধ্যে দেখা দিয়েছে করোনাভাইরাস, এ থেকে রক্ষা পেতে আমাদের এলাকা রয়েছে প্রায় লকডাউন। ফলে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে নেমে এসেছে চরম দুর্দশা। আর এসব অসহায় মানুষের দুর্দশা দেখে শিশু সাজিদের মনে জাগে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা। সে মোতাবেক জমানো টাকা তুলে দেয় আমার হাতে। টিফিনের জন্য জমানো টাকা দিয়ে শিশু সাজিদের প্রত্যাশা, সমাজের হৃদয়বান ও বিত্তশালীরা দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।