টাঙ্গাইলে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
Admin
প্রকাশের সময় : ০২/০৪/২০২০, ৯:৩৯ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা,প্রতিনিধি,টাংগাইল:
টাংগাইলের ভূঞাপুর উপজেলার চেংটাপাড়া গ্রামে বুধবার (১ এপ্রিল)বিকালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রাজ্জাকের সাত বছরের মেয়ে মরিয়ম ও জহুরুল ইসলামের ছয় বছরের মেয়ে তামন্না। সর্ম্পকে তারা ফুপু- ভাতিজি। একই পরিবারের দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুর থানার এসআই আনিসুর রহমান বলেন, বেলা সাড়ে ৩টার দিকে শিশু দুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে নামলে পানিতে ডুবে যায়। পরে অন্যরা গোসলে করতে গেলে তাদের পায়ের সাথে ধাক্কা খেয়ে ভেসে উঠে। পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পেলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Post Views:
102
আপনার মতামত লিখুন :