টাংগাইলে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ নিয়ে এইচএসসি পরিক্ষার্থীরা


Admin প্রকাশের সময় : ০১/০৪/২০২০, ৮:৫৯ PM
টাংগাইলে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ নিয়ে এইচএসসি পরিক্ষার্থীরা

শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইল:
টাঙ্গাইলে করোনার প্রভাবে ঘরে বসে থাকা কর্মহীন  হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বেশ কয়েকজন এইচ. এস. সি পরিক্ষার্থী।
বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ত্রাণ ঘুরে ঘুরে হত দরিদ্র কর্মহীন মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর ,মধ্যে রয়েছ চাল, ডাল, আলু, লবন, তেলসহ আরো বিভিন্ন উপকরণ।
এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন, এইচ এসসি পরিক্ষার্থী রাফিউ খোশনবীশ এ্যালেক্স, গোপীনাথ সাহা, মিয়াদ, আব্দুল্লাহ, মৃদুল, রিফাত, ফারদিন প্রমুখ।