সোনাতলায় খেলাঘরের করোনা সচেতনতামূলক কর্মসূচী পালিত


Admin প্রকাশের সময় : ২৪/০৩/২০২০, ৬:০৪ PM
সোনাতলায় খেলাঘরের করোনা সচেতনতামূলক কর্মসূচী পালিত


হুজাইফা হোসাইন, শিশু বার্তা প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার সোনতলা উপজেলায় খেলাঘরের উদ্দেগ্যে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরণ ও হাত ধোঁয়ার অনুশিলন কর্মসূচি পালিত হয়েছে। গত ২৩ মার্চ সোমবার এ কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলাঘরের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ । এ সময় তারা রাস্তার গরিব ও পথ শিশুদের মাঝে মাক্স বিতরণ করে। একই সাথে করোনা প্রতিরোধের জন্য লিফলেট বিতরন করা হয়।

যা এই মারাত্নক ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতণ করবে বলে মনে করছেন সকলেই।