তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক
Admin
প্রকাশের সময় : ১২/০৩/২০২০, ১০:৪৪ PM
সাদিয়া ঈমাম শৈলী,স্টাফ রিপোর্টার::
সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে হাজী মোনায়েম এর বাড়ীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তথ্য আপার উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (পর্যায়-২) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
12 মার্চ বৃহস্পতিবার বিকালে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান উঠান বৈঠকে আগত মায়েদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জুয়া সম্পর্কে সচেতন করেন এবং সামাজিক ব্যাধিগুলো দূর করতে মায়েদের আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, সিরাজগঞ্জ জেলা কমিটির চেয়ারম্যান শামীমা ইয়াসমিন রিমা ও তথ্যসেবা কর্মকর্তা নাহিদ সুলতানা।
Post Views:
97
আপনার মতামত লিখুন :