ইভটিজিংয়ের দায়ে বখাটের অর্থদন্ড


Admin প্রকাশের সময় : ১২/০৩/২০২০, ১০:৪৩ PM
ইভটিজিংয়ের দায়ে বখাটের অর্থদন্ড


মো: রিফাত খান, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে এক বখাটকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মার্চ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ  সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়ন সেখ(১৮) নামে বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ ঐ বখাটে যুবক প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের মাঠে ও দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত।ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে ঐ বখাটেকে উক্ত স্কুলের মাঠ থেকে হাতেনাতে ধরে ফেলেন ও দন্ডাদেশ দেন এবং এসময় অন্যান্য বখাটেরা পালিয়ে যায়।
উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ