দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা পিইসি পরীক্ষায় পেয়েছে বৃত্তি


Admin প্রকাশের সময় : ০২/০৩/২০২০, ১:০৯ AM
দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা পিইসি পরীক্ষায় পেয়েছে বৃত্তি

নাজমুস সাকিব,যশোর:
জন্ম থেকেই দুই হাত-পা নেই লিতুন জিরার। এর পরও লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ।  হুইলচেয়ার করে স্কুলে যেতো লিতুন জিরা। মুখের উপর ভর দিয়েই লেখার কাজ সম্পন্ন করে  সে।

মুখে ভর দিয়ে লিখেই দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া সেই লিতুন জিরা এবার পিইসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখ পাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

সে এবার মনিরামপুর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।  বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লিতুন জিরার বাবা হাবিবুর রহমান।
লিতুন জিরা পর নির্ভর হয়ে সমাজের বোঝা হতে চাই না। লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হয়ে আরো ১০ মানুষের মতো আত্মনির্ভশীল হতে চায় লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই মেধার স্বাক্ষর রেখেছে এই শিক্ষার্থী।