সুনামগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে ভাই-বোনের মৃত্যু


Admin প্রকাশের সময় : ১৬/০৬/২০২২, ৪:১৭ PM
সুনামগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে ভাই-বোনের মৃত্যু

 

মো: রাকিব হাসান হৃদয়, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সৌরভ (১০) ও তার বোন তামান্না (১৫)। বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের গুজাউড়া হাওরে এই ঘটনা ঘটে।

নিহতরা উমরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ছোটভাই সৌরভ। তারা দু’জন উমরপুর রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। এবং স্থানীয় সমুজ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বুধবার সকালে সৌরভ ও তার বোন তামান্না ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিলো। সেসময় প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। এতে সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবল স্রোত থাকায় নৌকা ডুবে ভাই ও বোন নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহাহতায় পুলিশ সৌরভ ও তামান্নার মরদেহ উদ্ধার করেন।