ধর্ষণের ১০দিন পর প্রধান আসামী গ্রেফতার
Admin
প্রকাশের সময় : ১৮/০২/২০২০, ৯:২৭ PM
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে তানজিল আহম্মেদসহ ৩ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। দায়ের করা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব সুত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বহুল আলোচিত চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ তানজিল আহম্মেদ (২০) কে সলঙ্গা থানাধীন রামারচর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত তানজিলকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ গত ০৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় ১৫ বছর বয়সী তাড়াশ জে আই কারিগরি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Post Views:
88
আপনার মতামত লিখুন :