সহিংসতা প্রতিররোধে কিশোরীদের ফুটবল খেলা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ১৫/০২/২০২০, ৯:৫৬ AM
সহিংসতা প্রতিররোধে কিশোরীদের ফুটবল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর জেন্ডার সহিংসতা ও প্রতিরোধ  প্রকল্পের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন, কারিগরি সহায়তায় হাইস্কুলের কিশোরীদের নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় বনাম সয়দাবাদ উচ্চ বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ফেব্রুয়ারি) বিকেলে
  সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত খেলায় পাইক পাড়া মডেল উচ্চ বিদ্যালয়, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়কে  ১-০গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন। উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কারর বিতরণ করেন, এনডিপির সোস্যাল সাপোর্ট কমিটির সদর উপজেলা সদস্য এ্যাডঃ মাহবুব-এ খোদা টুটুল, পাইক পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ সেখ, এনডিপি’র প্রকল্পসমন্বয়কারি আক্তারী বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প ফ্যাসিলিটর রাজিয়া সুলতানা, আকলিমা খাতুন, বিউটি খাতুন ও উপজেলা সাপোর্ট কমিটির সদস্য শাহ আলম প্রমুুখ।