সিরাজগঞ্জে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Admin
প্রকাশের সময় : ১৩/০২/২০২০, ১২:০৪ AM
সাদিয়া মাম শৈলী, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি-২০২৯) দিনব্যাপী অত্র বিদ্যালয় খেলার মাঠে ক্রীড়াকর্ম এবং বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহম্মেদ, এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ম্যানেজার এম, এম কামরুল হাসান ।
সহকারি শিক্ষক মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী। স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রওশন আলী, সহকারী শিক্ষক ফরমান আলী, তসলিমা খাতুন, শামীমা খাতুন, রাবেয়া খাতুন, এমতিয়াজ মহল, শাহ আলম, সোহেল রানা, শংকর কুমার দাস, শরিফুর রহমান, সেলিনা খাতুন,অফিস সহকারি আবুল কাশেম সহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এতে অনুষ্ঠানসূচীতে ছিলো পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, শপথগ্রহণ, পায়রা অবমুক্ত করণ, মশাল পরিভ্রমণ , প্রধান অতিথির উদ্বোধনী ঘোষণা, গুণীজন সংবর্ধনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস, এম মনোয়ার হোসেন কে অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় ।
Post Views:
89
আপনার মতামত লিখুন :