শিশু শ্রম বন্ধ করুণ
Admin
প্রকাশের সময় : ২৯/১২/২০১৯, ৫:০০ PM
হুজাইফা হোসাইন,গাইবান্ধাঃ
একটি দেশ যত বেশি শিক্ষিত.সে দেশ তত বেশি উন্নত। একটি জাতির বা দেশের উন্নতিকরণের জন্য শিশুশ্রম একটি বিরাট বাধাসৃষ্টি করে। দেশ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিশুশ্রম বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।শিশুশ্রম বন্ধ হলে উন্নত রাষ্ট্রে পরিণিত আমাদের বাংলাদেশ।
আমরা যদি একটু সজাগ হই।তাহলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব তাই সবাইকে একটু সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।পিতা মাতা ও পরিবার স্বালম্বী না হওয়ার কারণে শিশুরা পড়ালেখা না করে শিশু শ্রমে লিপ্ত হচ্ছে।
পিতা মাতার উচিত তার সন্তানকে পড়ালেখা করানো.এই সন্তানেরা একটি পিতা মাতা মুখ উজ্বল করতে পারবে। তাই আর নয় শিশু শ্রম।শিশু শ্রম বন্ধ করে গড়ে তুলতে নতুন সমাজ।
তাই শিশু শ্রম বন্ধে আমাদের সজাগ হওয়া উচিত. আমরা চেষ্টা একটি পথ শিশু একটা কলম কিংবা খাতা কিনে দিয়ে সহযোগিতা করতে হবে এবং বুঝাতে হবে পড়ালেখা সম্পর্কে ।
তাহলেই শিশুশ্রম বন্ধ হবে,এবং শিশু শ্রম মুক্ত সোনার গড়তে সক্ষম হবো আসুন শিশু শ্রম বন্ধে সবাই এগিয়ে আসি এবং শিশুদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দেই।
Post Views:
95
আপনার মতামত লিখুন :