শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
Admin
প্রকাশের সময় : ১৮/১২/২০১৯, ৫:২০ PM
তানজিম আশরাফ রাতুল,শিশুবার্তা প্রতিনিধি, ময়মনসিংহঃ
মহান বিজয় দিবস, ২০১৯ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বেশ কিছু কর্মসূচীর আয়োজন করা হয়। বিজয় দিবসের শুরুতেই সকল শিক্ষার্থীদের নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। অতঃপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ড.এ.কে.এম আবদুর রফিক মহোদয়। উক্ত সভায় আরো বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মফিজুর নূর খোকা,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শরীফ মোঃ গোলাম কবীর ।
এ সময় বক্তারা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন এবং সকলকে ইতিহাস চর্চার এবং তা থেকে শিক্ষা নেবার পরামর্শ দেন। এরপর ছাত্রদের মাঝে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ মহোদয়।পুরষ্কার বিতরন কালে তিনি আরো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন।
Post Views:
93
আপনার মতামত লিখুন :