যথাযোগ্য মর্যাদায় বিএনসিপি টাংগাইলের বিজয় দিবস পালিত
Admin
প্রকাশের সময় : ১৮/১২/২০১৯, ৫:০৭ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশু বার্তা প্রতিনিধি, টাংগাইল:
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনসিপি টাংগাইলের পুষ্পস্তবক ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট টাংগাইলের আয়োজনে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় কেন্দ্রীয় শহীদ শহীদ মিনার প্রদক্ষিণ করে টাংগাইলের পৌর উদ্যান পর্যন্ত আনন্দ র্যালী করা হয়।
এসময় বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট টাংগাইলের প্রতিষ্ঠাতা প্রসিডেন্ট শেখ তারিকুল ইসলাম মানিক,ভারপ্রাপ্ত গভর্নর শেখ মাজহারুল ইসলাম সোহান, নাগরপুর থানার উপ গভর্নর রহিমা আরকাটি সহ বিএনসিপি সাংসদ গণ উপস্থিত ছিলে
Post Views:
106
আপনার মতামত লিখুন :