সিরাজগঞ্জে লেগুনা চাপায় শিশু নিহত
Admin
প্রকাশের সময় : ২১/১১/২০১৯, ৯:১৩ AM
সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কের চড়িয়া উজির সাত্তপত্তা গ্রামে লেগুনা চাপায় মারিয়া খাতুন(৩) এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুটি উক্ত গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।।এঘটনায় উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ছামাদের ছেলে লেগুনা চালক আলহাজ কে আটক করেছে পুলিশ।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান,সকাল সাড়ে ৮টার দিকে শিশু মারিয়া রাস্তা পার হতে ছিল।এ সময় লেগুনা চাপায় তিনি মারা যায়।স্থানীয় লোকজন চালককে আটকে রেখে থানায় খবর দিলে তাকে পুলিশ আটক করে।
Post Views:
91
আপনার মতামত লিখুন :