মাওলানা ভাসানীর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনসিপি টাংগাইল এর শ্রদ্ধা নিবেদন
Admin
প্রকাশের সময় : ১৭/১১/২০১৯, ১০:৪১ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ
বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ জাতীর সূর্য সন্তান মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৪ তম মৃত্যু বার্ষিকী আজ। আজ ১৭ নভেম্বর মজলুম জননেতা, রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী টাংগাইলের সন্তোষ মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট(বিএনসিপি)টাংগাইল প্রদেশ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পারলামেন্ট(বিএনসিপি)টাংগাইল জেলার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রেসিডেন্ট শেখ তারিকুল ইসলাম মানিক ও সাবেক উপ প্রেসিডেন্ট আল-আমিন তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা শেখ মনিজা আক্তার, উপদেষ্টা এস এম মানিক , ভারপ্রাপ্ত মূখ্যমন্ত্রী প্রভাষ দাস সহ বিএনসিপির মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশশতকী ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের মহান নায়ক।বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে পরিচিত।
Post Views:
89
আপনার মতামত লিখুন :