মাওলানা ভাসানীর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনসিপি টাংগাইল এর শ্রদ্ধা নিবেদন


Admin প্রকাশের সময় : ১৭/১১/২০১৯, ১০:৪১ PM
মাওলানা ভাসানীর ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনসিপি টাংগাইল এর শ্রদ্ধা নিবেদন

শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ

বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ জাতীর সূর্য সন্তান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী আজ। আজ ১৭ নভেম্বর মজলুম  জননেতা, রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী টাংগাইলের সন্তোষ মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট(বিএনসিপি)টাংগাইল প্রদেশ। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ   ন্যাশনাল চাইল্ড পারলামেন্ট(বিএনসিপি)টাংগাইল জেলার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রেসিডেন্ট শেখ তারিকুল ইসলাম মানিক ও সাবেক উপ প্রেসিডেন্ট আল-আমিন তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা শেখ মনিজা আক্তার, উপদেষ্টা এস এম মানিক , ভারপ্রাপ্ত মূখ্যমন্ত্রী প্রভাষ দাস সহ বিএনসিপির মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশশতকী ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের মহান নায়ক।বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতাহিসাবে পরিচিত