শিশুদের বিনোদনের প্রাণকেন্দ্র টাংগাইলের মহেড়া জমিদারবাড়ি (ভিডিও)


Admin প্রকাশের সময় : ১২/১১/২০১৯, ৭:৫৫ PM
শিশুদের বিনোদনের প্রাণকেন্দ্র টাংগাইলের মহেড়া জমিদারবাড়ি (ভিডিও)

টাংগাইল থেকে, শেখ মাজহারুল ইসলাম সোহানঃ
টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রায় আট (৮) একর জায়গা জুড়ে মহেড়া জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যেরআদি নিদর্শন এই মহেড়া জমিদার বাড়িটি ঢাকা – টাংগাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মহেড়া জমিদার বাড়ি। জমিদার বাড়িতে প্রাচীন আমলের কয়েকটি লজ, ও প্রাসাদ ছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে রাখা হয়েছে, চিডিয়াখানা, লেক,ওয়াটার বোট,সুইমিংপুল শিশুদের জন্য বিশেষ ব্যাবস্থা রয়েছে একটি আকর্ষণীয় শিশু পার্ক। এছাড়াওজমিদারবাড়ির প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে  নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর।  

Note: ১৮৯০ দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল।১৯৭১ সালেস্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর বধুসহ গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ।যুদ্ধকালীন সময়ে এই জমিদারবাড়িতেমুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। একশবছর পর ১৯৭২ সালেএ জমিদার বাড়ীটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় । এবং ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে(পিটিসি) উন্নীত করা হয়। টাংগাইল থেকে শেখ মাজহারুল ইসলাম সোহানঃ