সিরাজগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল জেএসসি পরীক্ষার্থী
Admin
প্রকাশের সময় : ০৪/১১/২০১৯, ১২:৫৯ PM
জেএসসি পরীক্ষার্থীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন এসিল্যান্ড আনিস
বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর ১ নং মিল গেট এলাকায় গত ০২ নভেম্বর শনিবার রাতে জেএসসি পরীক্ষার্থীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান। কনে স্থানীয় একটিউচ্চ বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষার্থী।
এসিল্যান্ড আনিসুর রহমান জানান, রায়পুর ১নং জাতীয় জুটমিল গেট এলাকার মো. আবদুল বারীর মেয়ে মাহফুজা খাতুন গত দু’দিন ধরে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশ নিইয়েছিল। শনিবার রাতে তার বিয়ের আয়োজন চলছিল সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের ফজল আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিজান পরিচালনা করি।
এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এরপর কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার ব্যাটলিয়নের সদস্যবৃন্দ।
Post Views:
85
আপনার মতামত লিখুন :